সোমবার থেকে বীরপাড়ায় গ্যারগান্ডা নদীর বেহাল সেতু মেরামতের কাজ শুরু হল। ৩১ মে প্রবল বৃষ্টি এবং হড়পায় বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গ্যারগান্ডা নদীর সড়কসেতুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমদিকের অ্যাপ্রোচ রোডের বড় অংশ ভেঙে যাওয়ার পাশাপাশি পূর্বদিকের একটি খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 'নোজ' ক্ষতিগ্রস্ত হওয়ায় বসে যায় সেতুটি। এশিয়ান হাইওয়ে অথরিটি সূত্রের খবর, বসে যাওয়া সেতুটি বিয়ারিং ব্যবহার করে ঠেলে উপরে তোলা হবে। আগামী সপ্তাহে