শ্রীভূমি জেলার পাথারকান্দির কানাইনগর জিপি ৩ নং ওয়ার্ডের ময়না গ্রাম নিবাসী চয়ন চক্রবর্তীর বৃহস্পতিবার জানান,গতকাল গভীর রাতে উনার নিজ ঠাকুর ঘরে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত হয়। এতে বিগ্রহ রঘুনাথ জি ও অন্যান্য দেবদেবীর প্রতিমা অপমর্যদা করে খন্ডন করে চুরেরা। এতে নগদ টাকা সহ স্বর্ণালংকার,রুপার অলংকার সহ অন্যান্য আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চুরেরা। পরে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।