আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের ভরাডুবি হয়। বালুরঘাট বিধানসভাতেই সব থেকে পিছিয়ে ছিল শাসক দল। এরপরই সংগঠনকে নতুন করে সাজাতে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। মূলত বালুরঘাট বিধানসভাতে রদবদল বেশি করা হয়েছে৷ বালুরঘাট সহ গোটা জেলাতেই বিপ্লব মিত্র ঘনিষ্ঠরা দ্বায়িত্বে এসেছেন। বালুরঘাট বিধানসভার টাউন সভাপতি, যুব সভাপতি বদল করা হয়েছে। হিলি ব্লক সভাপতি বদল করা হয়েছে।