ICDS কেন্দ্রে শিশুদের খাবারের জন্য আশা চাল প্রতি বস্তায় আট থেকে দশ কিলো কম করে ঢুকছে কেন্দ্রগুলিতে। বেশ কয়েকদিন ধরেই এমনই অভিযোগ উঠছিল এলাকায় এই অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাটি ঘটে দাসপুর ২ নম্বর ব্লকের ২০৭ নম্বর আইসিডিএস কেন্দ্রে। সেখানে দেখা যায় বস্তা পিছু ৮ থেকে ১০ কিলো করে চাল কম আসছে, বাচ্চাদের খাবারের এই চাল কারা কার কার চুপপি করছে কারা এর সঙ্গে যু