কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লক্ষ্মীডাঙ্গা গ্রাম বারোয়ারীর সন্ধিপূজো মহা সমারোহে সমাপ্ত হলো, আজ মহাষ্টমী আর মহাষ্টমীর দুপুরে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপুজো আর আজ দুপুর নাগাদ কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লক্ষ্মীডাঙ্গা গ্রাম বারোয়ারীর সন্ধিপুজো অনুষ্ঠিত হলো আর এই পুজো ঘিরে মূলত মহিলা ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মতো আর আজ দুপুর ৩ টে নাগাদ এই পুজোর পুরোহিত আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের।