ভাবাদিঘির জট কাটিয়ে অবশেষে 12 বছর পর শুরু হলো তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইনের কাজ।হাই কোর্টের অর্ডার কপি হাতে পাওয়ার পরেই RPF ও পুলিশ বাহিনী মোতায়েন করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে কাজ।উল্লেখ্য,তারকেশ্বর-বিষ্ণুপুর 82 কিমি রেল লাইনে 2012 সালে আরামবাগ পর্যন্ত রেল চালু হলেও গোঘাটের ভাবাদিঘি জটের কারণে বিষ্ণুপুর পৌঁছাতে পারেনি রেল।গত 6ই মার্চ রেলের কাজ সম্পন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।রেলের হাতে গতকাল সেই অর্ডার কপি হাতে আসতেই আজ কাজ শুরু হয়েছে।