ঝালদা দু'নম্বর ব্লকের চেকা গ্রামে আজকে ওই গ্রামের বাসিন্দাদের উৎসাহী কয়েকজনের উদ্যোগে মৎস্য শিকারের আয়োজন করা হলো । যাতে আশেপাশের গ্রামের মৎস প্রেমী রসিক মানুষজন অংশগ্রহণ করেছিলেন । মৎস্য শিকারের পর্ব কে ঘিরে গ্রামের ওই বড় জলাশয়টির চারপাশে উৎসাহের সঙ্গে ভিড় জমালেন বহু মৎস প্রেমী মানুষ ।