ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শহরের অন্যতম প্রাণকেন্দ্র পোড়ামা প্রাঙ্গনে,ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, যদিও জখম বা প্রাণহানির মতন ঘটনা না ঘটলেও একটি স্টেশনারি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা,সূত্রের এদিন সন্ধ্যায় মাপোড়ামা মন্দিরের ঠিক উপরে থাকা বটগাছের প্রকান্ড শুকনো ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে,সেই সময় দুই দোকানদার বসেছিলেন,তাদের কোনও রকম আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় একটি দোকান।