ইলামবাজার ব্লকের জঙ্গলমহলের আদিবাসী মিলন মেলার অনুব্রত মন্ডলের উপস্থিতিতেই মিলন মেলার শুরু হয় বিকাল ৫টা নাগাদ।প্রতিবছরের মতো এ বছরও ধারাবাহিকভাবে এই জঙ্গলমহলে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল সহ ইলামবাজার ব্লকের উচ্চপদস্থ কর্মকর্তারা,কোর কমিটির সদস্য রবি মূর্মু ও অগণিত সাধারণ মানুষ।