সুপারি বাগানে ইলেকট্রিক শক লেগে একটি পূর্ণ বয়ষ্ক মাদা হাতির মৃত্যু হল। এই ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের বিজয়পুর এলাকায়। সোমবার জানা যায় ইলেকট্রিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বনদফতরের আধিকারিকরা ও বনকর্মীরা পৌছেছে। জানা গিয়েছে বিজয়পুর বস্তি এলাকার বাসিন্দা কালে সোনারের সুপারি বাগানে হাতিটির মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। গতকাল রাতে হাতিটি সুপারি বাগানে প্রবেশ করে এবং সুপারি বাগান তছনছ করে।