বক্সার জঙ্গল থেকে গাছ কেটে ভিন জেলায় পাচার চলছে রমরমিয়ে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের নর্থ রায়ডাক রেঞ্জের কার্তিকা এবং ময়নাবাড়ি জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে পাচার করছেন কাঠ মাফিয়ারা।শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ এমন দৃশ্য নজরে এসেছে। শামুকতলা হাতিপোতা রাজ্য সড়ক থেকে ৩০০ মিটার জঙ্গলে ঢুকলেই দেখা যায় এমন দৃশ্য। কার্তিকা ফরেস্ট অফিস থেকে এক কিলোমিটারের মধ্যেই এই গাছগুলি কাটা হচ্ছে।রাজ্য সড়ক থেকে জঙ্গলে যাওয়ার জন্য রীতিমতো রাস্তা বানিয়ে ফেলেছেন মাফিয়ারা।