গোসোবার লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জহর কলোনী জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান কর্মসূচি শুক্রবার সকাল ১১টায়।রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক জুড়ে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি তেমনি গোসবা ব্লকের লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনী জুনিয়র হাই স্কুলে ২৩১,২৩৩,২৩৪ নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন লাহিরীপুর GPর প্রধান ও উপ প্রধান।