ফের রামনগর থানার বড় সাফল্য গত ১৪ই মে রামনগর থানার বালিসাই এবং দেউলী হাটে দুটি এটিএম কাউন্টার থেকে দুষ্কৃতিরা প্রায় ৪০ লক্ষ টাকা লুট করে। এমনকি সিসি ক্যামেরা ফোমদিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে যাতে দুষ্কৃতীদের না চেনা যায়। তার ঠিক দুমাস পরে হুগলির পান্ডুয়া থেকে দুজনকে আটক করলো রামনগর থানার পুলিশ।