প্রত্যেক বছরের মতো এবছরও মহাষষ্ঠীর দিন রায়গঞ্জ শহরের তিনটি পুজো কমিটির হাতে সেরা পুজোর পুরস্কার তুলে দিলো উত্তর দিনাজপুর প্রেসক্লাব। এবারের শারদ সম্মান পেল বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব, সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব এবং উদয়পুর বারোয়ারী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। এদের থিম ছিল যথাক্রমে ইচ্ছেদানা, তোমোসো মা জ্যোতির্মগয় ও কুম্ভ। প্রেসক্লাবের সভাপতি জানান, এই পুরস্কার পুজো কমিটিগুলির সৃজনশীলতা ও সামাজিক বার্তা দেওয়ার জন্য বিশেষভাবে প্রদান করা হয়েছে।