রাজনগর বিধানসভার বাতিসা গ্রাম পঞ্চায়েতে জনগনের সাথে মত বিনিময় করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।২১ শে আগষ্ট বিকাল ৪ ঘটিকায় তিনি গ্রামের জনগনের সাথে কথা বলেন।জানা যায় ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দক্ষিন জেলার বিলোনিয়া সফরে আসেন।বিলোনিয়া সফরে এসে তিনি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করেন।গ্রামের জনগনের সাথে মত বিনিময় করেন।গ্রামের জনগন কতটুকু স্বাবলম্বী হয়েছেন,জনগনের সমস্যা কি তা জানতে তিনি গ্রামের জনগনের সাথে মত বিনিময় করে