ভাতারের বামশোর গ্রামে একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে সবুজ উন্নয়নের লক্ষ্যে ৫০০ চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ। কর্মসূচি চলল রবিবার ছটা 30 মিনিট পর্যন্ত। এলাকার সবুজ উন্নয়নের লক্ষ্যে এবার এগিয়ে এলো ভাতারের বামশোর গ্রামের একটি স্বেচ্ছাসেবক সংস্থা। এদিন এলাকায় শতাধিক গাছ লাগানো হয়। বিতরণ করা হয় ৫০০রও বেশি চারা গাছ।