টানা বৃষ্টির জেরে ফের জলের তলায় শিলাবতী নদীর উপর সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা সেতু। শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গিয়েছে সেতুর ওপর দিয়ে বইছে জল। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া যোগাযোগ ব্যবস্থা থেকে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। ফলে চরম সমস্যায় পড়েছেন সিমলাপাল তালডাংরা ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ। তবে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এই বৃষ্টি হলেই ওই সেতুর উপর দিয়ে জল বইতে থাকে।