কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের এবি মার্কেটে আজ, সোমবার (১লা সেপ্টেম্বর) আয়োজিত হলো এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং ডাক্তার সেখ কমরুদ্দিনের উদ্যোগে এদিনের এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিনামূল্যে ৮৫ জনের রক্তের সুগার পরীক্ষা করা হয়। পাশাপাশি ৪৩ জনের বিশেষ কিছু পরীক্ষা ৬০ শতাংশ ছাড়ে সম্পন্ন করা হয়।