ধুপগুড়িতে ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত ফেরিওয়ালা। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ধুপগুড়ি শুকটিহাটি এলাকায় একটি দ্রুতগামী কেকের গাড়ির ধাক্কায় গুরুতর যখম হয় ফেরিওয়ালা। আহত ফেরিওয়ালার নাম মোসেন শেখ বয়স 60 বছর।স্থানীয় সূত্রে জানা যায় মোশেন শুটকি হাটি এলাকায় ফেরি করতে এসেছিলেন রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগামী কেকের গাড়ি সজরে ধাক্কা মারে ওই ফেরিওয়ালাকে। এরপর তিনি সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন