Basanti, South Twenty Four Parganas | Sep 26, 2025
বাসন্তী গদখালী শ্রীশ্রী দূর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপ শুভ উদ্বোধন করেন কলকাতা আইসি বাপ্পাদিত্য নস্কর। সিস্টার নিবেদিতা ক্লাবের মাঠে অনুষ্ঠান আয়োজিত হল সন্ধ্যা ৬ টার সময়। উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি পিয়াঙ্কা মন্ডল বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য নিমাই মালি, তুষার নস্কর। মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত সদস্য সবিতা পরিয়া, সুদীপ্ত শেখর হালদার,সুখেন্দু দাস এবং সুলথা মন্ডল। পুজো কমিটি সভাপতি বুবাই মন্ডল। পুজোর প্রতিমা দর্শন করতে মানুষের ঢল।