আজ সাত সকালে জীবনকৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়া ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মায়া সাহার বাড়িতে হানা দেয় ED আধিকারিকরা। ইডি সূত্রে জানা গেছে নিয়োগ দুর্নীতি মামলায় যোগসূত্র রয়েছে এই মায়া সাহার। এদিন সকালে জীবনকৃষ্ণের পিসেমশাই সিসিটিভি ফুটেজে দেখেন গেটের অনেক লোক, এর পর তিনি গেট খুলে ইডি অধিকারিকদের জিজ্ঞাসা করেন কিছু হয়েছে? এরপর ইডি আধিকারিকরা হিন্দিতে কথা বলেন সেই পরিপ্রেক্ষিতে জীবনকৃষ্ণের পিসেমশাই বলেন 'হিন্দি বুঝি না, বাংলায় বলুন'। ঠিক এমনটাই জানান জীবনকৃষ্ণের পিস