রবিবার বিকেলে অন্দরণফুলবাড়ী ২ GP র কালিবাড়ি এলাকায় এই যোগদান কর্মসূচিটি সম্পন্ন হয়। আগত বিজেপি র ৪০ টি পরিবারের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন তৃনমূল কংগ্রেস কমিটির ব্লক সভাপতি সিদ্ধার্থ মন্ডল। এছাড়াও ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান মোঃ আসার আলী,সভাপতি প্রদীপ বর্মন সহ অন্যান্যরা।