১০০ দিনের কাজ চালু করা, বলরামপুরের বেলা,দড়দা এবং তেঁতলো অঞ্চল এলাকার বন্ধ হয়ে থাকা ক্রেসার খাদানে কাজ হারানো শ্রমিকদের স্বার্থে পুনরায় ক্রেসার খাদানের কাজ চালু করা,বলরামপুরে স্পঞ্জ আইরন কারখানাগুলির মারাত্মক দূষণ নিয়ন্ত্রনে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ সহ ১৪ দফা দাবিতে শুক্রবার বিকাল চারটা নাগাদ মিছিল ও পথ সভা সহ বলরামপুর বিডিও কে ডেপুটেশন।