অন্নপূর্ণা গঙ্গার ঘাটে শুরু হলো প্রতিমা নিরঞ্জন। হুগলী চুঁচুড়া পৌর এলাকার আটটি গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। যার মধ্যে অন্নপূর্ণা গঙ্গার ঘাটে হবে 35 টি প্রতিমা নিরঞ্জন। বড় বড় প্রতিমা নিরঞ্জন এর জন্য আনা হয়েছে হাইড্রা। নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে পুলিশ।