মেটেলি ব্লকের আইভিল চা বাগানের নালার মধ্যে দেখা মিলল চিতা শাবক। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে প্রায় আধঘন্টা ঐ বাগানে কাজ বন্ধ হয়ে যায়। যদিও বিকেল চারটা নাগাদ খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এসে সেই এলাকায় পাহাড়া দেওয়া শুরু করলে ফের চাবাগানের কাজ শুরু হয়। জানা গিয়েছে এদিন বিকেলে শ্রমিকেরা যখন চাবাগানের ১৫ বি সেকশনে কাজ করছিল সেই সময় তারা কোন জন্তুর কান্নার আওয়াজ শুনতে পায়। এরপরই তারা নালার মধ্যে দেখে তিনটি চিতা শাবক কান্নাকাটি করছে।