শনিবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙ্গা দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল কর্মী সঞ্জয় বর্মনের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি এও জানান যে, খুব শীঘ্রই তাঁর পরিবারে একজনকে একটি চাকরি ও এক লক্ষ টাকা দেওয়া হবে। একই সাথে এই ঘটনার সাথে প্রকৃত দোষীকে ক্যাপিটাল পানিশমেন্ট এর দাবি জানান তিনি। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।