শেরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোলতার কামড়ে মৃত্যু হল চিত্তরঞ্জন সাহা (৫৪) নামে এক প্রৌঢ়ের। শনিবার সকালে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় একটি বোলতার চাক ভেঙে গরুকে কামড় দেয়। গরুকে বাঁচাতে গিয়ে একাধিক বোলতার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে হেমতাবাদ হাসপাতালে ও পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।