পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক কাজু প্রস্তুতকারক কোম্পানিকে কাজু সরবরাহ করার নাম করে এক কোটি 50 লক্ষ টাকার প্রতারণা অভিযোগে কাঁথি থানার পুলিশ গুজরাটের আমেদাবাদ থেকে গ্রেপ্তার করল tvs কোম্পানির কর্ণধারকে,আজ তাকে কাঁথি মহকুমা আদালতে পেশ করলে বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলে জানা গিয়েছে.