শুক্রবার বিকেলে ১৩ দফা দাবিতে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের প্রধান ছবি হালদার ও উপ-প্রধান কানাই দাসের হাতে স্মারকলিপি প্রদান করে CPI(M) স্বরুপগঞ্জ অঞ্চল সমন্বয় কমিটি,১৩ দফা দাবিগুলির মধ্যে অন্যতম অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা,SIR বাতিল করা ইত্যাদি,এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI নদীয়া জেলা কমিটির সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জী,কৃষক সভার সম্পাদক আয়েব নবী শেখ,CITU নেতা হারাধন দেবনাথ,সুদীপ দেবনাথ সহ অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক।