This browser does not support the video element.
করিমগঞ্জ: ছত্তিশগড়ের রাজ্যপালকে বদরপুরের সংবর্ধনা জানালো বদরপুর পৌরসভার চেয়ারম্যান
Karimganj, Karimganj | Aug 30, 2025
ছত্তিশগড়ের রাজ্যপালকে বদরপুরের সংবর্ধনা জানালো বদরপুর পৌরসভার চেয়ারম্যান। শনিবার ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে বদরপুরে সংবর্ধনা জানালো বদরপুর পৌরসভার চেয়ারম্যান রুবি নাগ সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এদিন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা বদরপুরের উপর দিয়ে শিলচরে যাওয়ার পথে বদরপুরে উনাকে সংবর্ধনা জানান পৌরসভার চেয়ারম্যান সহ বিজেপির কার্যকর তারা। এতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দীপক দেব,বদরপুর পাঁচগ্রাম মন্ডল BJP-র উপ-সভাপতি সহ অন্যান্যরা।