রাজ্যের কৃষি ও বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না পরিদর্শনে এলেন সুইসার নেতাজী সুভাষ মার্কেট। ফের একবার বাঘমুন্ডি ব্লকের সুইসার নেতাজী সুভাষ মার্কেট পরিদর্শনে এলেন রাজ্যের কৃষি ও বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না। এলাকার কৃষক থেকে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখেন তিনি। শনিবার দুপুর ১২ টা নাগাদ। মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেন। কিছু নতুন স্যাড নিমাণ, আলো, ড্রেন মেরামত ও রাস্তার দাবি উঠে এদিন। বিশেষ করে মার্কেট প্রবেশ পথে