মেখলিগঞ্জের জয়ী সেতুতে শুক্রবার দুপুরে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি নতুন ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই যুবক। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাক্টরটি জয়ী সেতু হয়ে হলদিবাড়ির দিকে যাচ্ছিল, তখনই বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। ঘটনায় সদ্য কেনা ট্রাক্টরটিও ভেঙে যায়।