স্কুলের ভেতরে ভীমরুলের চাক। ভিমরুল তাড়াতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস হল না। যে পড়ুয়ারা স্কুলে এসেছিল, তাদের স্কুল কর্তৃপক্ষ বাড়ি ফিরিয়ে দেন। যদিও স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলে না আসার নিষেধ বার্তা দিয়ে আজ সকালে একটি মেসেজ দিয়েছিলেন। এদিন বৃহস্পতিবার স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চত্বরের ভিতরের একটি বকুল গাছে বাসা করে ভীমরুলের দল। প্রথমে কোনও সমস্যা হয়নি।