মেদিনীপুরের আট নম্বর ওয়ার্ড এ হাবিবপুরে গৃহবধূকে চরম অত্যাচার ও তার নাবালক সন্তানের জলে ডুবে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী নিরূপ গাঁতাইত এবং শাশুড়ি মনি গাঁতাইত সহ শশুরের চরম শাস্তি দাবি করলেন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী। জানালেন-দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা তৎপর থাকবো।