গাজোলের আগম পুরের বাহাদুরপুর হাটে এক ব্যক্তি হার্ট করতে এসে কারেন্টের শর্ট খেয়ে মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে কারেন্টের শর্ট খেয়ে মৃত্যু হয়,ওই ব্যক্তির নাম নেন্টু ভুইমালি।বয়স ৩৮ বছর। বাড়ি গাজোলের সোনাপুর। পেশায় ছিলেন কৃষক। এদিন শনিবার বেলা একটা নাগাদ কারেন্টের শট খেয়ে মৃত্যু ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল গাজোল থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন গত শুক্রবার সন্ধ্যা নাগাদ বাহাদ