কংগ্রেস দলের কর্মসূচিতে যাওয়ার অপরাধে গতকাল গর্জনমুড়া কংগ্রেস কর্মী তপন দেবনাথ উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীর হামলায় রক্তাক্ত হয়। বর্তমানে তপন দেবনাথ টেপানীয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা।