“এক পেড় মা কে নাম” কর্মসূচির মধ্যদিয়ে মা ও পড়ুয়ারদের হাতে চারাগাছ তুলে দেওয়া হল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। শনিবার স্কুলে বিশেষ কর্মসূচির মধ্যদিয়ে প্রায় ২০০ জন পড়ুয়া ও তাঁর মাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। এদিন স্কুল চত্বরে বেশকিছু চারগাছও রোপণ করা হয়। ছিলেন, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, স্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা প্রমুখ।