Barasat 1, North Twenty Four Parganas | Sep 8, 2025
বাবার শেষকৃত্য সম্পন্ন করে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন তন্ময়। পিতার মৃতদেহ শ্মশান থেকে শেষকৃত্য সম্পন্ন করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেঞ্চে বসলেন বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর নিবাধূই উচ্চ বিদ্যালয়ের ছাত্র । সদ্য বাবা হারানো এই পরীক্ষার্থীর নাম তন্ময় নাগ। গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তন্ময়ের বাবা। শোকের এই মুহূর্তেও অদম্য মনোবলে তন্ময় সিদ্ধান্ত নেন পরীক্ষা দেবেন। তিনি জানান, "বাবার শেষ ইচ্ছা ছিল আমি জীবন