মুর্শিদাবাদের রানীতলায় আবারও ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশের ঘটনা। গতকাল রবিবার রাত প্রায় সাড়ে দশটার সময় গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ অভিযান চালায় শিবনগর ঘাট এলাকায়। সেখানে চার বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ।ধৃতরা হলেন— আলামিন শেখ (২৯), সাব্বির হোসেন (২১), মামন আলি (১৯) এবং মো. বিপ্লব (২৭)। চারজনই বাংলাদেশের রাজশাহী জেলার দামকারা থানার অন্তর্গত হারিপুর ডাকঘরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের প্রত্যেকের বাড়ি সোনাইকান্দি ও বেরপাড