শারদীয়ার বস্ত্র উপহার তুলে দিতে সোমবার সন্ধ্যায় মালডাঙ্গায় আসেন। বেলা ৪ টে তে অনুষ্ঠান শুরু হলেও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আসেন সন্ধ্যায়। প্রায় ৫০০ মানুষ শারদীয়ার বস্ত্র উপহার নিতে উপস্থিত থাকলেও অনেকেই শারদীয়ার বস্ত্র উপহার পায়নি অভিযোগ। সন্ধের পর বস্ত্র বিতরণ করায় নিজের উপহারটি আগে নেওয়ার জন্য মঞ্চের সামনে হুড়োহুড়ি লেগে যায়। মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য তৃণমূল নেতাদের দেখা যায় পরিস্থিতি সামাল দিতে।