প্রত্যন্ত গ্রামের বহু গরিব কৃষক, জনমজুররা জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার কালনা ১ কৃষি মান্ডি চত্বরে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সেখান থেকে মিছিল করে কালনা ১ বিডিও দপ্তরে পৌঁছায়। তাদের একটাই দাবি কর্মশ্রী প্রকল্পে সমস্ত গরিব মানুষকে কাজ দিতে হবে পাশাপাশি ১০০ দিনের কাজও চালু করতে হবে। কারণ এলাকায় কাজ না থাকায় ঘরের ছেলেরা পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে।