বালুরঘাটে দুর্গাপূজার শোভাযাত্রাকে ঘিরেও রাজনীতির ছোঁয়া। দশমীতে প্রায় রাতভর বালুরঘাট থানা মোড়ের একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সহায়তা মঞ্চ করে। তার হাত দশেকের মধ্যেই বালুরঘাটের সাংসদের নামে মঞ্চ করেছে বিজেপি। একদিকে বিজেপির মঞ্চে বসে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে তৃণমূলের মঞ্চে রয়েছে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, টাউন সভাপতি সুভাষ চাকি।