বালি পাচার নিয়ে জেলা জুড়ে চলছে চোর পুলিশের খেলা। অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত পাশাপাশি পাচার কার্যক্রমও সমানতালে অব্যাহত। যেন একদম চোর পুলিশের খেলা। তবে এই খেলায় এবার ধরপাকড় সর্বত্রই। বুধবার রাত্রি প্রায় দুটো নাগাদ ময়ূরেশ্বর থানার পুকুরপাড়া মোড়ে পাকা রাস্তার উপর অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার সঙ্গে চালক ও খালাসীকে আটক করা হয়।