নদীয়ার চাকদার গোঁটরা ঘেঁটুগাছিতে শনিবার করম পুজোয় মেতে উঠলো আদিবাসী সমাজ, শনিবার নদীয়ার চাকদার গোঁটরা ঘেঁটুগাছিতে করম পুজোয় মেতে উঠলো আদিবাসী সমাজ, সকাল থেকে তাঁদের বিভিন্ন রীতিনীতি মেনে, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে এই করম পুজো অনুষ্ঠিত হয় আর এই পুজোয় আদিবাসী সমাজের ৮ থেকে ৮০ সকলে অংশগ্রহণ করেন, আর শনিবার বিকেল ৫ টা নাগাদ আদিবাসী সমাজের এক ব্যক্তি সাংবাদিকদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের।