পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সুলন্টু খেলার মাঠ এলাকায় শুক্রবার রাত নয়টা নাগাদ ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় বাইকের রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার ধারে থাকা এক বাড়ির গায়ে সোজা ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় দুই আরোহী। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ।