Download Now Banner

This browser does not support the video element.

মাদারিহাট: সোমবার থেকে বীরপাড়ায় জুবিলি ক্লাবের পরিচালনায় শুরু হল এমপি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা

Madarihat, Alipurduar | Sep 1, 2025
সোমবার থেকে বীরপাড়ায় জুবিলি ক্লাবের পরিচালনায় শুরু হল এমপি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা। খেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। প্রথম ম্যাচে দলসিংপাড়া স্পোর্টস অ্যাকাডেমি ৩-১ গোলে জলপাইগুড়ি ফুটবল ক্লাবকে হারায়। দলসিংপাড়ার দীপ মঙ্গর ২টি এবং হেমরাজ ভূজেল ১ টি গোল করেন। জলপাইগুড়ির গোলটি করেন আনিস কেরকেট্টা। ক্লাবের মাঠে ওই খেলা নিয়ে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Read More News
T & CPrivacy PolicyContact Us