বিজেপি ভয় পেয়েছে, সেজন্য সেনাবাহিনীকে দিয়ে কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলিয়েছে, মঙ্গলকোটের কৈচরের পথসভা থেকে মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য। প্রসঙ্গত, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের উপর ও পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর অভিযোগ তুলে ভাষা আন্দোলনের ডাক দেয় তৃণমূল। আর সেই আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী।