মঙ্গলকোটের বনপাড়ায় বুধবার গোষ্ঠী কোন্দলের জেরে জখম তিনজন তৃণমূল কর্মী। তাদেরকে চিকিৎসার জন্য মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারমধ্যে সাবির শেখ ও নিয়ামত মল্লিকের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। তারা ঘটনার পরিপ্রেক্ষিতে দু’জনকে আটক করেছে। আর এই ঘটনার পর এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ এলাকায় থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যায়।