মা দুর্গাকে বরণ এবং সিঁদুর খেলায় মাতলেন রায়গঞ্জের উদয়পুরের মহিলারা। বৃহস্পতিবার দুপুরে উদয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ তম বর্ষের পুজা মন্ডপে দেখা গেলো, মহিলারা মা দুর্গা বরন করার পাশাপাশি এয়োস্ত্রীরা নিজেদের মধ্যে সিদুর খেললেন। মন্ডপে বাজলো গান, গানের ছন্দে নাচলেন স্থানীয় মহিলারা।