রামনগরের চন্দনপুরের পাটনা গ্রামের পরকীয়ার জেলের স্বামী খুনের ঘটনায় পুনরনির্মাণ করল পুলিশ গত ৩০ আগস্ট পাটনা গ্রামের স্ত্রী অরণ্য বেড়ার স্বামী গৌতম বেরা কে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাস রোধ করে খুন করে বলে এলাকায় চাঞ্চল ও ছড়ায়। এই ঘটনায় স্ত্রী আরণ্য বেড়া ও প্রাক্তন প্রেমিক অমলেন্দু প্রধানকে পুলিশ গ্রেফতার করে তমলুক আদালতে পেশ করে। আজ দুজনকে নিয়েই জিজ্ঞাসাবাদে সাথে সাথে বিভিন্ন জায়গায় গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে বিভিন্ন তথ্য উদ্ধার করেরামনগর থানার পুলিশ।